শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:32 am
![]() |
তপন কুমার সরকার,আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধান, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।এ মৌসুমে ১ হাজার ৮’শ কৃষককে জনপ্রতি আউশ বীজ ৫কেজি, ডিএপি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হচ্ছে। এছাড়া ২০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি তিল বীজ ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে সার-বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তার,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক তসলিম উদ্দিন,সাংগঠনিক অফিসার কামরুজ্জামান সাগর, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।