বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
30 Mar 2025 03:54 am
![]() |
সমাজসেবক ডাঃ এস এম আব্দুল মমিন রতনের নিজস্ব তহবিল থেকে বগুড়ায় গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের কলোনী টোনা পাড়া এলাকার প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক ডাঃ এস এম আব্দুল মমিন রতন, মা মর্জিনা বেগম, ডাঃ মলি সরকার, এস এম রাহুল, সাংবাদিক রনজু ইসলাম, মোঃ সাজু মিয়া, হাসান আলী, আব্দুস সালাম, মোঃ ইদুল, রাসেল, পিয়াস, কাজী ফরিদুল ইসলাম পাঞ্জাব প্রমুখ।
বিতরণকালে ডাঃ এস এম আব্দুল মমিন রতন বলেন, প্রতি বছরের মত এ বছরও ঈদের আনন্দ নি¤œ আয়ের মানুষের সাথে ভাগাভাগির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। এ ধরনের সামাজিক এবং সেবামূলক কর্মকাÐ সব সময় অব্যাহত থাকবে।দুই ঈদে চেষ্টা করি অসহায় গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে। ঈদ ছাড়াও এলাকায় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। যতদিন থাকবো এই কাজগুলো অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সচেতন মানুষ মাত্রই সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, ডাঃ আব্দুল মমিন রতন সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নতকরণ ও সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করে যাচ্ছেন।তিনি এলাকার অসহায় মানুষের প্রতি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছেন।