শনিবার, ২৯ মার্চ, ২০২৫
31 Mar 2025 07:40 pm
![]() |
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও আশ পাশ্বের এস এস সি ৯২ বন্ধু ফোরাম এর আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত।
২৮ মার্চ শুক্রবার পলাশবাড়ী এস,এম,মডেল পাইলাট উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু ফোরামের সদস্য সচিব ফারুকুল ইসলাম ফটিক এর সভাপতিত্বে ও এডমিন প্যানেল এর সদস্য শাহিন এর সঞ্চালনায়
দোয়া ও ইফতার মাহফিল এ প্রধান অতিথির বক্তব্য রাখানে পলাশবাড়ী এস এস সি ৯২ বন্ধু ফোরামের এডমিন ও রাজশাহী বিশ্বঃবিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের প্রফেসর বন্ধু ড,শাহীদুর চৌধুরী গোলাপ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিঃ আইনজীবী এস এস সি ৯২ ব্যাচের এডমিন প্যানেল সদস্য সুপ্রিয় বন্ধু মোস্তফা সরয়ার সোহন,প্রফেসর মতিন,মোশফেকুর রহমান রিপন,ছাদেকুল ইসলাম রুবেল,আজাদুল আকন্দ,জাহিদ রেজা মানিক,রবিউল ইসলাম রবি,দোলন,আসাদ,হান্নান,রেজাউল,শাহারুল,শাহিন,সিদ্দুকুল,মহিন প্রমুখ।