শনিবার, ২৯ মার্চ, ২০২৫
31 Mar 2025 08:17 pm
![]() |
ঈদের সম আনন্দ ভাগাভাগি করতে বগুড়ায় তিন শতাধিক স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১০টায় শহরের কলোনী লফিতপুর উত্তরপাড়া এলাকায় করতোয়া সমাজ কল্যাণ সমিতি এসব সামগ্রী বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবু মুসা সরকার, প্রধান উপদেষ্টা আব্দুল হাই কাল্টু, সহ-সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুকুল, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম জকি, সদস্য আব্দুল মোমিন, মোখলেছার রহমান, আব্দুল মতিন, আলতাফ, নাজির হোসেন প্রমুখ। ঈদ উপহারের মধ্যে ছিল লাচ্ছা সেমাই, চিকন সেমাই, চিনি, দুধ, মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যা একটি পরিবারকে ঈদ উদযাপনে সহায়তা করবে।
সংগঠনের সভাপতি আবু মুসা সরকার বলেন, প্রতি বছরের মতো এবারও করতোয়া সমাজ কল্যাণ সমিতি ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। যাতে তারা আনন্দঘনভাবে ঈদ উদযাপন করতে পারেন।এই সমিতি শুরু থেকেই মানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে আসছে।সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রতিনিয়ত নানা ধরনের সহায়তা দিয়ে থাকে।
তিনি আরো বলেন, আমরা চাই সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক।বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য।