রবিবার, ৩০ মার্চ, ২০২৫
01 Apr 2025 11:10 am
![]() |
"ঈদের আনন্দ গরিব-দুখি সবার সাথে ভাগ করি" এই চেতনাকে সামনে রেখে সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিবেশবাদী সংগঠন "ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন" এর ব্যবস্থাপনায় শনিবার বগুড়া জেলার ধুনট উপজেলায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর এবং নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে চার শতাধিক প্রতিবন্ধি ও হত-দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী যেমন: পোলাউ চাল, সেমাই, দুধ, চিনি, সয়াবিন তেল, সাবান, মুশুর ডাল, আলু ইত্যাদি বিতরণ করা হয়েছে।
গ্রিন এন্ড ক্লিন ফাউন্ডেশনের সামাজিক আন্দোলন "ক্লিন গ্রিন বাংলাদেশ" (সংক্ষেপে সিজিবি) বগুড়া ইউনিট, ব্রাহ্মণবাড়িয়া সদর ইউনিট ও নবীনগর ইউনিট এবং সিরাজগঞ্জের তাড়াশ ইউনিটের স্বেচ্ছাসেবীগণ রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে হত দরিদ্রদেরকে গরিব ফাউন্ডেশনের এই ঈদ উপহার পৌছে দেন। উপহার পেয়ে পরিবারগুলো আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।
জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সিজিবি বগুড়া ইউনিটের প্রধান সমন্বয়ক মানবিক ব্যক্তিত্ব মিজ ফৌজিয়া বীথি বলেন যে, ২০১৬ সাল থেকে "গরিব ফাউন্ডেশন" মানুষের সেবায় সারা দেশে কাজ করে যাচ্ছে। তাছাড়া গরিব ফাউন্ডেশনের অন্যতম সহযোগী সংগঠন "গ্রিন এন্ড ক্লিন ফাউন্ডেশন" ১৩ টি ইউনিটের মাধ্যমে হতদরিদ্র মানুষের মাঝে প্রতি ঈদে খাদ্য সামগ্রী বিতরণ করতে সচেষ্ট রয়েছে। এই বছর আমরা প্রায় চার শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করতে পেরে আনন্দিত।
তিনি আরও বলেন যে, স্কুল-কলেজ পরিচ্ছন্নতা ও সবুজায়নের পাশাপাশি সম্প্রতি সিজিএফ-জিএফ নলকুপ ও টয়লেটহীন পরিবারকে নলকুপ ও টয়লেট প্রদান কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সংগঠনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।