বুধবার, ২৬ মার্চ, ২০২৫
01 Apr 2025 01:49 am
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু পৌরসভা, কাহালু থানা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব।
পবিত্র কোরআন তেলাওয়াত এর পর সকাল ৯ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিক ভাবে উত্তোলন করেন কাহালু উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।
জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ গ্রহন করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।
বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২৫ইং এর উদ্বোধন করেন কাহালু নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
সকাল ১০ টায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের মঞ্চে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।