বুধবার, ২৬ মার্চ, ২০২৫
26 Mar 2025 06:19 pm
![]() |
জাতীয় পার্টি চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।গৌরবোজ্জল এবং তাৎপর্যপূর্ণ এই দিনে তিনি দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।অতল শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদদের প্রতি।কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের সংগঠক ও সেই সকল দেশের প্রতি যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সমর্থন দিয়েছেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতীয় জীবনে সর্বশ্রেষ্ঠ অর্জন।আমাদের স্বাধীনতা সংগ্রাম বিশে^র মুক্তিকামী মানুষের সামনে অসীম অনুপ্রেরণার উৎস।একাত্তরের গৌরবোজ্জল উত্তাল দিনগুলো অত্যাচারির নির্মমতার বিরুদ্ধে লড়াই সংগ্রামে সাহস যোগায়।একাত্তর আমাদের নিজ অধিকারের প্রশ্নে আপোষহীন হতে শেখায়।মহান মুক্তিযুদ্ধ বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাধীনতা দিবসের বাণীতে পরম শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে।মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের আধুনিকায়নে যার অপরিসীম অবদান অক্ষয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
খন্দকার দেলোয়ার জালালী,যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি।