বুধবার, ২৬ মার্চ, ২০২৫
26 Mar 2025 06:41 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভায় সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মোমিন খান প্রমুখ।
সভায় ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে বুদ্ধিজীবিসহ সকল গণহত্যার নিন্দা ও বর্তমান প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবহিত করার আহবান জানানো হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি