বুধবার, ২৬ মার্চ, ২০২৫
29 Mar 2025 06:01 pm
![]() |
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ কাহালু হিকমাহ্ ইয়ুথ সোসাইটি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও মাহে রমজান উপলক্ষে ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান বিজয় প্রতিযোগিতার মধ্যে প পুরস্কার বিতরণ হিকমাহ্ ইয়ুথ সোসাইটি একটি সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ ২৫ শে রমজান রোজ বুধবার, কাহালু শেকাহার উচ্চ বিদ্যালয়ের হলরুমে গরিব অসহায় ব্যক্তিদের ঈদ সমগ্র বিতরণ করা হয় এ সময় সভাপতিত্ব করেন, হাবিবুল বাশার, সভাপতি হিকমাহ্ ইয়ুথ সোসাইটি বীরকেদার, এবং এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক , রাফিউল ইসলাম, কোষাধক্ষ, তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, আব্দুল হালিম, সহ সংগঠনিক সম্পাদক, হুসাইফা সরদার মুসা, অফিস সম্পাদক, রাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, আরাফাত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডঃ মাহবুবুর রহমান, প্রমুখ। এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।