বুধবার, ২৬ মার্চ, ২০২৫
26 Mar 2025 06:29 pm
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:-“আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে” বগুড়ায় বিডিইআরএম এর মানববন্ধন অনুষ্ঠিত
‘আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস- ২০২৫’ পালন উপলক্ষ্যে “আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে” বগুড়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
অদ্যই ২৫ মার্চ ২০২৫ ইং (মঙ্গলবার) সকাল ১১.৩০ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশব্যাপী একযোগে মানববন্ধন ও সমাবেশের অংশ হিসেবে বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিইআরএম-বগুড়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি নয়ন বাঁশফোর।
বিডিইআরএম-বগুড়া জেলা শাখার সহসাধারণ সম্পাদক সুজন কুমার রাজভরের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিজয় রবিদাস, বিডিইআরএম-নন্দীগ্রাম উপজেলা শাখার নেতা বিধান মোহন্ত, বিডিইআরএম-শেরপুর উপজেলা শাখার সভাপতি বাবলু চন্দ্র দাস, বিডিইআরএম-শাজাহানপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রবিদাস, অদম্য যুব ফোরাম বগুড়া জেলা শাখার আহবায়ক প্রিন্স চন্দ্র, আদিবাসী ছাত্র পরিষদ-বগুড়া জেলা শাখার নেতা তন্ময় কুমার, শাজাহানপুর উপজেলা শাখার আহবায়ক শুভ রাজভর, যুগ্ম আহবায়ক শাওন কুমার, সদস্য অনুরাগ রাজভর প্রমুখ নেতৃবৃন্দ।
মানবববন্ধনে বক্তাগণ বলেন, “বাংলাদেশের দলিত ও অনগ্রসর জনগোষ্ঠী সবদিক থেকে পিছিয়ে ও বঞ্চিত।তাদের সমাজের মূল¯্রােতধারায় যুক্ত করতে সুযোগ সৃষ্টি করতে হবে।তাই আগামীতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করে তাদের ক্ষমতায়ণ ও প্রতিনিধিত্বের দাবিটি যৌক্তিক ও সময়োপযোগী।এছাড়াও আমরা দলিতদের জন্য পর্যাপ্ত আবাসন, ভাতা, বৃত্তি, সরকারী অনুদানসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার ও সহায়তা বৃদ্ধির জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।”
বক্তাগণ অনতিবিলম্বে সংসদে উত্থাপিত ‘বৈষম্য বিরোধী বিল- ২০২২’ পাস করার জোর দাবী জানান।এছাড়াও আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।