বুধবার, ২৬ মার্চ, ২০২৫
26 Mar 2025 07:00 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী উপজেলা ও সাদুল্লাপুর উপজেলার ৯ টি ওয়ার্ড বিএনপির যৌথ ভাবে ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ঢোলভাঙ্গা হাই স্কুল ও কলেজ মাঠে ১১ নং খোদ্দকোমরপুর ইউনিয়ানের ৭,৮,৯ পলাশবাড়ী উপজেলার ৫ নং মহীপুর ইউনিয়ানের ১,৩,৪ নং ওয়ার্ড ও ৬ নং বেতকাপা ইউনিয়ান বিএনপির ৭,৮,৯ নং বিএনপির যৌথ উদ্যগে দোয়া মহাফিলে ১১ নং খোদ্দকোমরপুর ইউনিয়ান সভাপতি হারুন এর সভাপতিত্বে ও ৫ নং মহদীপুর ইউনিয়ান বিএনপির সভাপতি মোঃ মাজেদ সরকার তুহিন এর সঞ্চালনায় দুই উপজেলার তিন ইউনিয়ানের ৯ ওয়ার্ড বিএনপির ইফতার মহাফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক,তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে দেশ মাতা খালেদা জিয়ার পরামর্শেই সরকার গঠন হবে,তিনি অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,৫ নং মহদীপুর ইউনিয়ান বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তর,৬ নং বেতকাপা ইউনিয়ান বিএনপির আহবায়ক নুরনবী মেধা,সদস্য সচিব শিমুল, ১১ নং খোদ্দকোমরপুর ইউনিয়ান বিএনপির সাধারন সম্পাদক সামিউল,গাইবান্ধা জেলা যুবদলের সিঃ সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন,ছাত্র নেতা শাহিন,পলাশবাড়ী পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির ,বিএনপি নেতা রশিদ,আদম,মিজান,শরিফুল প্রমুখ।