বুধবার, ২৬ মার্চ, ২০২৫
26 Mar 2025 07:32 pm
![]() |
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকোর রুমের মাগফেরাত এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোড় সংগঠন কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি (নিপন), সহ-সভাপতি আবুল কাশেম, ডাঃ আব্দুল করিম, জিয়াবুল ইসলাম, সানাউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শ্রী নিবীশ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, খায়রুল হাসান কোমল, আকিল আহম্মেদ মমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, জামিরুল ইসলাম, আহসান হাবীব, সহ-প্রচার সম্পাদক শহিদ মিয়া, ক্রিড়া সম্পাদক রাসেল মল্লিক, কোষাধ্যক্ষ জিন্নাতুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রতন, টুলু, মিঠু মিয়া,বগুড়া শহর কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সোনাতলা উপজেলার সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাসেন আলী, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সোনাতলা পৌর কমিটির সভাপতি শাহ নেওয়াজ নয়ন,জামিনুর, দুপচাঁচিয়া উপজেলার সভাপতি মাহবুবুর তালুকদার ফারুক, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সিজু, সাংগঠনিক সম্পাদক মিজানুরসহ প্রমুখ।
ইফতার পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মরহুম আরাফাত রহমান কোকোর রুমের মাগফেরাত, এবং জিয়া পরিবারসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।