বুধবার, ১৯ মার্চ, ২০২৫
21 Mar 2025 02:47 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘির সান্তাহারে চাঁদা দিতে অস্বীকার করায় শামীম মন্ডল (৫০) নামের এক চা বিক্রেতাকে বেধড়ক মারধরে আহত করা হয়েছে।গত সোমবার (১৭ মার্চ) বিকেল ৫টায় সান্তাহার স্টার আবাসিক বোডিংয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত শামীম মন্ডল কলসা গ্রামের আব্দুল জোব্বারের ছেলে।
এ ঘটনায় ওই চা বিক্রেতা নিজেই বাদি হয়ে বাদশাসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।শামীম মন্ডলের অভিযোগে জানা যায়, তিনি সান্তাহার স্টার আবাসিক বোডিংয়ের সামনে দোকান দিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।বেশ কিছু দিন যাবত বাদশাসহ বেশ কয়েকজন যুবক তার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল।তাদের দাবীর চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকেলে তার চা দোকানে গিয়ে চা বিক্রেতা শামীম মন্ডলকে বেধড়ক মারধরে আহত করে।আহত শামীম মন্ডলকে আদমদীঘি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি