শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
21 Mar 2025 05:38 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জুয়া খেলার টাকা নিয়ে বন্ধু সাথে বন্ধুর দ্বন্দ্বে অপর এক বন্ধু কে ঝুলিয়ে হত্যা করেছে পাওনা দার বন্ধু।এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৯ মার্চ দিবাগত রাতে সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজারের বাসিন্দা রাসেল মিয়া (৩৫) নামে এক চা ব্যবসায়ীকে তার বন্ধুরা হাত-পা বেঁধে দোকানের ধরনায় ঝুলিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের লোকজন। নিহত রাসেল মিয়া আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, পৌর এলাকার আরামনগর বাজারের ওহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়া চা দোকানে কাজ করতো। রাসেল মিয়াকে তার বন্ধুরা প্রায় দিনই বাসা থেকে জুয়া খেলার প্রলোভনে ডেকে নিত। বন্ধুরা মিলে মোবাইলে অনলাইনে দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসচ্ছে। কয়েকদিন আগে রাসেল মিয়া জুয়া খেলে তার বন্ধুদের সাথে হেরে যায়।
অনলাইন জুয়া খেলার সময় রাসেলের নিকট সাড়ে তিন হাজার টাকা বন্ধুদের পাওনা থাকে। পাওনা টাকা না দেওয়া রাসেলের বন্ধুরা বৃহস্পতিবার গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বাজারের হাফিজুরের চায়ের দোকানের ভিতরে রাসেলের হাত-পা বেঁধে দোকানের ধর্ণার সাথে ঝুলিয়ে হত্যা করে পালিয়ে যায়। রাতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাসেলকে খুঁজতে গিয়ে চায়ের দোকানের ভিতরে ঝুলানো অবস্থায় লাশ দেখতে পায়।খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
নিহত রাসেলের বাবা ওয়াহিদুল ইসলাম বলেন, জুয়া খেলার পাওনা টাকা না পেয়ে আমার ছেলে রাসেলকে তার বন্ধুরা বাড়ি থেকে এনে আমার ছেলেকে হত্যা করেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, হাত-পা বাধা অবস্থায় নিহত রাসেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ দিলেই একটি হত্যা মামলা রুজু করা হবে।