বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
13 Mar 2025 11:05 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ১টি লাইসেন্সে দুই স্থানে কারখানা চালানোর দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।সেই সাথে ১টি কারখানাকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত হিলির ডাঙ্গাপাড়ায় অবস্থিত বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়।
এসময় সেখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক বোরহান উদ্দিন, বিএসটি আই এর দিনাজপুর কার্যালয়ের ফিল্ড অফিসার ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।