শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
15 Mar 2025 04:45 am
![]() |
শরীয়তপু্র প্রতিনিধি:-শরীয়তপুরে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বেলা ১১টার দিকে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের সভা কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মোজাম্মেল হকের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম, ডা. সাব্বির রহমান প্রমূখ। এতে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, আগামী ১৫ মার্চ ২০২৫ দিনব্যাপী সারা দেশের সাথে শরীয়তপুরেও ১ লাখ ৭০ হাজার ৮ শ ৫৪ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানাগেছে।