শনিবার, ১৫ মার্চ, ২০২৫
15 Mar 2025 03:46 am
![]() |
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন বৈষম্যমুক্ত সমাজ গড়তে কুরআনের আইন চালু করতে হবে।দেশে কুরআনের আইন চালু না হওয়া পর্যন্ত দেশে খুন ধর্ষন রাহাজানি বন্ধ হবে না। খুন ধর্ষন মুক্ত সমাজ গঠন করতে হলে কুরআনের আইনে দেশ পরিচালনায় কাজ করতে হবে।
জামায়াতে ইসলামী কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়।কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হলে সমাজ ও দেশ অবশ্যই সুন্দর হবে। কুরআনের আইন প্রতিষ্ঠা হলেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে। বাংলাদেশে দ্বীন ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে৷
তিনি শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের জামিলনগর পলিটেকনিক মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ওয়ার্ড আমীর মাহবুবুর রহমান রানার সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলাম সোহেলের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, আব্দুল আজিজ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন,অধ্যাপক আব্দুল হান্নান, হুসাইন মোহাম্মদ মানিক,শফিকুর রহমান, আবু হানজালা, আব্দুস সালাম, মোজাম্মেল হক, মোজাফফর হোসেন, নূর মোহাম্মদ, গোলাম রব্বানী প্রমুখ।
ক্যাপশন: তিনি শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের জামিলনগর পলিটেকনিক মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।