শনিবার, ১৫ মার্চ, ২০২৫
15 Mar 2025 04:29 am
![]() |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যতিক্রমী চিন্তার থেকে সারারাত জেগে নিজেরাই রান্না-বান্না নিজেরাই প্যাকেট নিজেরাই গাড়ি যোগে চললেন অসহায় দুঃস্থদের খোঁজে ,খুজে বের করলেন সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষদের,পরম আদরে ডাকলেন বাবা,মা ঘুম থেকে উঠেন।
ঘটনাটি ঘটে গত ১৪/৩/২০২৫ তারিখে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের সাবেক ছাত্রনেতা নিশা হাসান সুমন তার সহযোগী দলীয় নেতাকর্মীদের অনুরোধ করলেন রাত ১২ টার মধ্যে সবাই যেন সারারাতের জন্য বাসা থেকে অনুমতি নিয়ে তার সঙ্গে একটু দেখা করে,যথারীতি বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সাইদ,সাবেক সদর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১নসদস্য টিটু ,সাবেক গোকুল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জিএম, রাব্বি সহ আরো দুজন যথাযথ সময়ে হাজির।
সাবেক ছাত্রনেতা নিশা হাসান সুমন বললেন তোমরা আমাকে রান্নায় সহযোগী করতে পারবে?তখন সকলে একে অপরের মুখে তাকাচ্ছেন কৌতূহল নিয়ে তারা বুঝতে পারছে না কি করতে চাচ্ছে সুমন,যথারীতি সকলের সহযোগিতায় রান্না শেষে প্যাকেট চলছে তখনও তারা বুঝতে পারছে না কি করতে চলছে তারা,অবশেষে একটা গাড়ী হাজির সকলে উঠলো তখনও তারা কৌতূহলী কি করতে চলছে ,কোথায় চলছে ,কেন চলছে অবশেষে বগুড়ার মহাস্থানগড় মাযারে হাজির,এতোক্ষনে সবাই পরিষ্কার বুঝতে পারছে তারা কি করতে চাইছে,যথারীতি সুবিধা বঞ্চিত মানুষদের ঘুম থেকে ডেকে তুললেন তাদের সংগে আলাপচারিতা সেরে তাদের সেহেরি পৌঁছে দিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া চাইলেন,প্রতিবেদকের সঙ্গে কথা হলে সাবেক ছাত্রনেতা নিশা হাসান সুমন বলেন সেহেরি না খেলে রোযা রাখতে পারবে না,আর রোযা না থাকলে আমাদের দলীয় ভাইয়েরা তাদের সংগে ইফতার করতে পারবে না,তাছাড়া বগুড়ার সন্তান হিসেবে জনাব তারেক রহমানের সম্পর্কে জানি তিনিও গভীর রাতে জনগণের মাঝে যেতেন তাদের খোঁজ খবর নিতেন,সেখান থেকেই আমাদের অনুপ্রেরণা।