মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
11 Mar 2025 05:23 am
![]() |
বগুড়া অফিস:- বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেছেন দেশে কুরআনের আইন চালু না হওয়া পর্যন্ত দেশে খুন ধর্ষন রাহাজানি বন্ধ হবে না। খুন ধর্ষন মুক্ত সমাজ গঠন করতে হলে কুরআনের আইনে দেশ পরিচালনায় কাজ করতে হবে।জামায়াতে ইসলামী কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়।কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হলে সমাজ ও দেশ অবশ্যই সুন্দর হবে।
কুরআনের আইন প্রতিষ্ঠা হলেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে। তিনি সোমবার বিকেলে বগুড়া শহরের আকাশতারায় বগুড়া কলেজ মাঠে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ২০ নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন।
ওয়ার্ড আমীর মাস্টার শামসুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল হাকিমের সঞ্চালনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের অঢিট ও অভ্যন্তরীণ নির্বাচন সম্পাদক এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আইন ও আদালত সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, মাস্টার শাহজাহান আলী প্রমুখ।