সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
10 Feb 2025 08:31 pm
![]() |
এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুলকে মৃত ঘোষনা করেন। রিফাতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে দূর্ঘটনায় আহত হয়ে হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র হাসপাতালে মারা গেছে। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হবে।