রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫
10 Feb 2025 09:05 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা'র পক্ষে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে শরীয়তপুর জজ কোর্ট এলাকা ও পৌরসভা এলাকায় উক্ত লিফলেট বিতরণ করা হয়।
শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক আঃ কুদ্দুস মাদবর ও সদস্য সচিব আল ইসলাম মৃধা আশিক এর নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জজ কোর্টের এডিশনাল পিপি ও যুবদল নেতা এ্যাড. মৃধা নজরুল কবির। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. নুরুজ্জামান সিপন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও ইদিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী, শরীয়তপুর জেলা মহিলা দলের সভানেত্রী আল আসমা উল হুসনা, যুবদল নেতা এ্যাড. মো: মিজানুর রহমান খান ( বাবু ), শরীয়তপুর পৌরসভার সাবেক কমিশনার সরদার চান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন,শরীয়তপুর জেলা জিয়া মঞ্চের সদস্য আতিকুর রহমান খান, মিলন মিয়া, নড়িয়া উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক সেলিম ঢালী, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান মাঝী, যুগ্ম আহবায়ক আনোয়ার খান, বিএনপি নেতা জামাল ঢালী, সাবেক ছাত্রনেতা জনি, যুবদল নেতা হাকিম, রুবেল সহ জিয়া মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মী।