বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫
07 Feb 2025 04:06 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে কাহালু শিল্পি আবাসন প্লোটে পৌর শ্রমিক কল্যাণ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার কাহালু পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিটি গঠনকল্পে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারি অধ্যাপক মাওঃ আব্দুল হান্নান, জামায়াত নেতা মোস্তাকিম, শ্রমিক নেতা নুর আলম, সোহেল হোসেন,আমিন উদ্দিন,এবাদ হোসেন প্রমুখ।
সম্মেলনে বাবর আলী প্রাং সভাপতি, সবুজ হোসেন সাধারণ সম্পাদক, সজিব আহম্মেদ সাংগঠনিক ও এনামুল হককে বায়তুল মাল সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কাহালু পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। পরে অনুষ্ঠানের নবগঠিত কমিটিকে শাপত বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।