শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫
07 Feb 2025 05:21 am
![]() |
বগুড়া জেলা প্রতিনিধিঃ- বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেন,শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিৎ।খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি পায়৷ক্রীড়াচর্চার মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনা সম্ভব।অনেকে লেখাপড়া করে চাকুরী করছে কিন্তু তাদের বেশি কেউ চিনেনা অপরদিকে খেলোয়াড়েরা দেশের বাইরে যেয়ে খেলে বিজয় অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করে পাশাপাশি তাদের গোটা বিশ্ব চিনে।তারা আমাদের দেশের গর্ব এবং অহংকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বগুড়া জেলার উচ্চ বিদ্যালয় গুলোর তেমন কোন উন্নতি সাধন হয়নি।আওয়ামীলীগ থেকে মনোনীত যে সকল জনপ্রতিনিধি ছিলেন তারা শুধু লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছেন। আজকের পুরাতন বিল্ডিং গুলোই তার সাক্ষী দিচ্ছে।যদি আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে বগুড়ার সকল বিদ্যালয় গুলোতে জরুরী ও অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন করা হবে।যাতে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান করে মানুষের মত মানুষ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য নিঃস্বার্থভাবে সহযোগিতা কাজ করতে পারে।
বগুড়া সদরের ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁপোর ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক মহরম আলী, ফাঁপোর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাসেদ ইউপি সদস্য আবু রায়হান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈচড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল বারী আকন্দ, ব্যাংক ম্যানেজার আনোয়ার সাদাত আলো,বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জামাল হোসেন, রনি খন্দকার,দাতা সদস্য শফিকুল ইসলাম, সাবেক সদস্য হেলাল উদ্দিন জামাল উদ্দিন।
সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক,ফাঁপোর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য অ্যাডঃ কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিশ চন্দ্র পাল।সহকারী শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য,বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।