বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৫
06 Feb 2025 04:52 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা।
ধবার (৫ জানুয়ারী) উপজেলার সান্তাহার হবিরমোড় এলাকায় আনিকা পেট্রোল পাম্পের নিকট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে মাহাদী খান (২৭) ও নাটোরে জেলার উত্তর চৌকিরপাড়ার গ্রামের ফনিচন্দ্র চৌধুরীর ছেলে নয়ন কুমার চৌধুরী (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির সান্তাহার হবির মোড় নামক স্থানে আনিকা ফিরিং স্টেশনের নিকট অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮কেজি গাঁজাসহ উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় প্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি