শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২৫
08 Jan 2025 02:03 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:-আদমদীঘিতে মোটরসাইকেলের সিটের নীচে বহন করার সময় ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাসেল আহমেদ (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে তাকে আদমদীঘির গোড়গ্রাম রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ আদমদীঘি উপজেলার গোড়গ্রামের গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাসেল আহমেদ নামের ওই মাদক বিক্রেতা অভিনব কায়দায় তার মোটরসাইকেলে সিটের নীচে রেখে যাবার সময় পুলিশ আদমদীঘির গোড়গ্রাম রাস্তায় তার গতিরোধ করে তল্লাশি করে ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ রাসেল আহমেদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা রুজুর করে ঘতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এসএম মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেন।
আবু মুত্তালিব মতি.আদমদীঘি বগুড়া প্রতিনিধি