বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫
09 Jan 2025 12:57 am
শরীয়তপুর প্রতিনিধি:- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জানুয়ারি ২০২৫) বিকাল ৩ টায় চরধুপুরিয়া ভোলাই মুন্সী কান্দি সেনেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয় সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেনেরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বারেক মাদবর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাম সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।
প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর জজ কোর্টের পিপি এ্যাড.মনিরুজ্জামান খান দিপু।
বিশেষ অতিথি ছিলেন,শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশীদ, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ সিকদার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন বেপারী। বিশেষ বক্তা ছিলেন, জাজিরা উপজেলা কৃষক দলের আহবায়ক মোল্লা মোঃ নাসির উদ্দীন, সদস্য সচিব মোঃ হারুন বেপারী।
সম্মানিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সুরুজ মাদবর, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল আকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোকন ঢালী,শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান, শিবচর উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম (টিপু), জাজিরা উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহআলম আকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহেল রানা, বর্তমান আহবায়ক মনিরুল ইসলাম মনির।
এসময় উপস্থিত ছিলেন, সেনেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ কোব্বাছ মাদবর, জাজিরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বি,এম জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সিদ্দিক মল্লিক, সাধারণ সম্পাদক আকন মোঃ দ্বীন ইসলাম, যুবদল নেতা মোঃ তপু ঢালী, মোঃ শওকত মুন্সী, মোঃ হারুন অর রশীদ,মহিলা দল নেত্রী বেগম রুমা হামিদ, লিমা মাহমুদ মন্টু, ইশরাত আবেদিন বিথী, মাহমুদা, শাহিনা আক্তার, মনজুরা আক্তার সিমা, ছাত্রদল নেতা মোঃ সুমন, মরহুম মন্টু বেপারী'র ছেলে ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মিমন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও পরে সেনেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয় এর শুভ উদ্বোধন করা হয়।
উল্লেখ্য,উক্ত সমাবেশে বিভিন্ন বক্তারা সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি নেতা মরহুম মন্টু বেপারীর স্মৃতিচারণ করেন এবং হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করেন।