বুধবার, ০৮ জানুয়ারী, ২০২৫
09 Jan 2025 01:18 am
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও গত ৫ আগষ্ট উপজেলায় ায়িত্ব পালনকারি আনসার ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানান,সাবেক কমান্ডার মহাতাব আলীর,রশিদুল ইসলাম,আবু তাহের,ওয়াসিম আলী,বেলাল হোসেন,আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার প্রশিক্ষক বেবি সুলতানা,সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান,সম্পাদক আমিনুল ইসলাম সোহা,সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য ঃবীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৫০টি এবং গত ২০২৪ সালের ৫ আগষ্ট সরকারি কাজে দায়িত্ব পালনকারি ৫০জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।