মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
17 Dec 2024 03:26 pm
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতা আজগর আলী, সাবেক ছাত্রনেতা এ্যাড. শাহীন মিয়া, সাবেক ছাত্রনেতা ড. হেদাইতুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, সাবেক ছাত্রনেতা এ্যাড. নুরুল ইসলাম আকন্দ প্রমূখ।
বক্তারা বলেন,জাতি যখন বিজয়ের ৫৪তম বার্ষিকী পালন করছে তখনও স্বাধীনতার জন্য চারিদিকে হাহাকার।পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে একাত্তরে একটা স্বাধীন ভূ-খন্ড অর্জিত হলেও সত্যিকারের স্বাধীনতা এখনো আসেনি।১৮ কোটি মানুষের সত্যিকারের স্বাধীনতার জন্য এখনো লড়াই করতে হচ্ছে।
৫৪ বছর পরেও স্বৈরাচারের বুলেটে হাজার হাজার ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। একমাত্র ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত স্বাধীনতার স্বাদ দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছানো সম্ভব।’ অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতা সংগ্রামে জীবনদানকারী শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
এদিকে সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার হাকির মোড়ে ১নং ওয়ার্ড জামায়াতের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
এ সময় বক্তব্য রাখেন শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মামুনুর রশিদ প্রমুখ।