শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
14 Dec 2024 03:32 am
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-সমাজের সকল স্থরে ষান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আগামী ১৯ ডিসেম্বর শান্তিগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও শান্তিগঞ্জ ইয়থ পিস এ্যাম্বাসেপর গ্রুপের আলাদা আলাদা সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
শুত্রকার সকাল ১০ ঘটিকায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধ কমপ্লেক্স কনফারেন্স হলে শান্তিগঞ্জ ইয়থ পিস এ্যাম্বাসেপর গ্রুপের ত্রৈমাসিক সভা কো-অর্ডিন্টের,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদ এর সভাপতিত্বে ও নারী কো-অর্ডিনেটর স্বর্ণা দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।
সভায় বক্তব্য রাকেণ,তারাজুল ইসলাম রাসেল,কাউছার আলম, শিহাব উদ্দিন, ইকবাল হোসেন, হাবিবুর রহমান,মো.জাবেদ, হাবিবুর, সুমিনা বেগম, কবির আহমদ প্রমূখ।ওই দিন বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শা্িতগঞ্জ পিএফজির এক সভা অনুষ্ঠিত হয়।শান্তিগঞ্জ পিএফজির পিস এ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী দোলন রানী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।অন্যান্যের মধ্যে বক্তব্য রাকেন পিস এ্যাম্বাসেডর সুরঞ্জিত চৌধুরী, সিরাজুল ইসলাম জয়ন্ত তালূকদার, মো.আবু সাঈদ, দিলীপ কুমার দাশ, নাজমা বেগম, শেফালী আক্তার,সৈয়দ আলম, রনজিত সুত্রধর, জেসমিন আক্তার, কাজলী হিজরা, লিটন মিয়া, আলেয়া বেগম, শিউলী দেবী প্রমূখ।
উভয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৬ ডিসেম্বর সকালে পিএফজি এবং ওয়াইপএজির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্থবক অর্পণ করা হবে।১৯ ডিসেম্বর সকালের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রশাসনের সাথে পিএফজির মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।ওই দিন বিকেলে শান্তিগঞ্জ চত্ত্বরে পিএফজি উদ্যোগে সমাজের সকল স্থরে ষান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে বিভিন্ন ধর্মীয় নেতা, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন।