বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
13 Dec 2024 12:23 am
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। আদালত কর্তৃক নিয়োগ পরীক্ষার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হলে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহন করেন।
আদালতে মামলা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসায় আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) সহ-সুপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই দুই পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত নিয়োগ পরীক্ষা বাতিল, নিয়োগ বানিজ্য সহ অনিয়ম ও প্রতারণার অভিযোগ এনে এবতেদায়ী প্রধান শিক্ষক সেলিনা পারভীন নামের এক শিক্ষিকা ০১লা ডিসেম্বর সিনিয়র সহকারি জজ আদালত শেরপুরে মামলা দায়ের করেন। আদালত শুনানী না হওয়া পর্যন্ত নিয়োগের উপর অস্থায়ী ও অর্ন্তবর্তিকালিন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।
বাদী সেলিনা পারভীন জানান, আমাদের কে বাদ মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ সম্পন্ন করার পায়তারা হচ্ছিল বিধায় আমি আদালতের স্মরনাপন্ন হয়েছি।
অপরদিকে মাদ্রসার সপুার আবু সাঈদের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে সেলিনা, আবু হানজালাসহ ৫জন। অভিযোগে উল্লেখ করেন ১৫ (পনের) লক্ষ টাকা বিনিময়ে আয়া নিয়োগ, জাল জালিয়াতি মূলে কাগ সৃস্টি করে বাড়ীর জাগীর সেলিম কে নিয়োগ, মাদ্রাসার ১০ বিঘা জমির বার্ষিক আয়ের অর্থ অত্মসাৎ, মাদ্রাসার লাইব্রেরী রুমে তার অনুগত শিক্ষকের বসবাসের ব্যবস্থা করা, নিয়োগ বিজ্ঞপ্ত দিয়ে অফিস সহকারী ও ল্যাব সহকারী পদে প্রতি পদে ২০ লক্ষ করে টাকা গ্রহনসহ নানা অভিযোগ আনা হয় সুপারের বিরুদ্ধে।
এ বিষয়ে মাদরাসার সুপার আবু সাইদ সরকার নিষেধাজ্ঞার বিষয়টি স্বীকার করে জানান, নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। সময় সুযোগ হলে আবারো নতুন করে নিয়োগের কার্যক্রম করা হবে।
এ ব্যাপারে ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, আমরা আদালতের আদেশের পর নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছি। পরবর্তিতে অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে।