সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
22 Nov 2024 01:43 pm
এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়াঃ বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উল-নবী খান সোহেল বলেছেন, মিটিং মিছিল ও আন্দোলন নয়াপল্টনে নয়, এবার শেখ হাসিনার গণভবন ঘেরাও করে আন্দোলন হবে।
আজ সোমবার (২ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করা হয়েছে।জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুলইসলামের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চলনায় বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন হাবিব-উন-নবী খান সোহেল।তিনি বলেন, যে পুলিশ বাহিনীর ক্ষমতায় এই সরকার টিকে আছে সেই পুলিশ বাহিনীই এই সরকারের হাতে হাতকড়া পরিয়ে ক্ষমতা থেকে নামাবে। সরকারের পতনের আর দেরি নেই।২০২৩ সালেই এই সরকারের পতন ঘটবে।
এই বগুড়া জিয়াউর রহমানকের বাড়ি তাই আমি মনে করি এই বগুড়ার প্রতিটি সন্তান একেকজন জিয়াউর রহমান।তিনি বলেন, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। সেই হিসাবে প্রতি বছর ১ জানুয়ারি এই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে কিন্তু এবার এই সরকার দলের গুরুত্বপূর্ণ প্রতিটি নেতাদের কারাগারে বন্দি করায় এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কে.এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল।সাবেক সংসদ গোলাম মোঃ সিরাজ, সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সাবেক সদস্য মোশারফ হোসেনসহ জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়েরর নেতৃবৃন্দ।