সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪
12 Dec 2024 05:49 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার বগুড়ার কাহালু উপজেলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচী পালন শেষে কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবস /২০২৪ইং উপলক্ষে উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। কাহালু উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও টেকনিক্যাল এন্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, সদস্য ও কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, সদস্য ও দরগাহাট ডিগ্রী কলেজের প্রভাষক ওহেদুজ্জামান চন্দন, সদস্য ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৩ বারের স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপÍ কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত¡াধিকারী আলহাজ্ব শফিকুল ইসলাম প্রমূখ।