বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
01 Aug 2025 03:05 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে এক নারীসহ চারজনকে জেল-জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদর উপজেলার বাড়িয়া এলাকার জসিম সরদারের ছেলে পলাশ সরদার (২৮) এই উপজেলার হাট তিলকপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শিবলু (৩০), আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির হারদাম গ্রামের বাবুর স্ত্রী অহেদা বেগম (৫০) ও বাগবাড়ি গ্রামের শহিদুল মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম হোসেন জানান,সোমবার দিন ব্যাপি মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবনের সময় উল্লেখিত নারীসহ চারজন মাদক সেবনকারিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এসময ভ্রাম্যামান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ অহেদা বেগম, পলাশ সরদার ও বিপ্লব হোসেনকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা এবং শিবলুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি