শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
03 Dec 2024 11:11 pm
নিজস্ব প্রতিবেদক :- বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বর্ষপূর্তি ও ২৬ বছরে পদার্পন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার আঃ রহিম ও পলাশ মন্ডল। সভাপতিত্ব করেন পত্রিকার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ইমরানুল হক।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ৭১ভিশন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মাকছুদ আলম হাওলাদার বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।তিনি ভোরের চেতনা পত্রিকার গণমাধ্যমজগতে অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, জাহিদুল ইসলাম (জাহিদ), রাইসুল ইসলাম রনি এবং সদস্য মেহেদি, রাসেল, সাঈদি হাসান লেলিন, গোলজার রহমান, জহুরুল ইসলাম সৈকত প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ভোরের চেতনা পত্রিকার অতীত সাফল্যের কথা তুলে ধরেন এবং দেশের সংবাদ পরিবেশনে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের মধ্যে এক মিলনমেলায় রূপ নেয়।
দোয়া মাহফিলে পত্রিকার সাফল্য, প্রতিষ্ঠাতাদের জন্য দোয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও স্মারক প্রদান করা হয়।