শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
08 Jan 2025 11:02 am
শাহ্ আলী বাচ্চু,স্টাফ রিপোর্টার জামালপুর;-জামালপুরের দেওয়ানগঞ্জে তিন সন্তানের জননী সাথী আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানার তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (আই,সি) মোঃ ওবাইদুল হক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার ৪নং হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিন কাঠারবিল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাথী আক্তার দক্ষিন কাঠারবিল গ্রামের কৃষক আব্দুস ছালামের স্ত্রী।পারিবারিক অশান্তি থাকায় তিন সন্তানের জননী গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হাতীভাঙ্গা ইউনিয়নের দক্ষিন কাঠারবিল গ্রামে।
স্থানীয় সূত্রে জানান দক্ষিন কাঠারবিল গ্ৰামের কৃষক আব্দুস ছালামের স্ত্রী সাথি আক্তার তিন কন্যা সন্তানের জননী। সংসারে অভাব অনটন থাকায় প্রতিনিয়তি পারবারিক কলহ লেগে থাকত। বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে রশি দিয়ে ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান.পারিবারিক অশান্তি থাকায় গৃহবধু আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।