বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
08 Jan 2025 05:30 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলা সদরে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ড পাওয়া সোহাগ মিয়া (২১) গাইবান্ধা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনির পাশে মহুরীপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।
মঙ্গলবার গাইবান্ধার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. ফিরোজ কবির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওবাইদুর রহমান।
পিপি ওবাইদুর রহমান জানান, ২০২১ সালের ৩০ জুন গোপন খবর পেয়ে শহরের গোডাউন রোডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অভিযান চালিয়ে সোহাগ মিয়া ও বাবু মিয়াকে আটক করে পুলিশ।
পরে সোহাগ মিয়ার শরীর তল্লাশি করে ১১১ দশমিক ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মিয়া এবং বাবু মিয়াকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি ওবাইদুর রহমান।
মামলার অপর আসামি বাবু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।