রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
22 Nov 2024 03:26 am
সফিকুল আলম দোলন জেলা প্রতিনিধি,পঞ্চগড়- হেমন্তের শুরুতে হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের শেষ সীমান্ত পঞ্চগড় জেলাতে শীতের আমেজ শুরু হয়েছে।দিনে একটু ভ্যাপসা গরম থাকলেও রাত শুরু হলেই এলাকায় হালকা কুয়াশা পড়ে এবং ঠান্ডা অনুভূত হয়। সকালবেলা ধানক্ষেতে গাছের পাতার ওপর শিশিরফোঁটা চিকচিক করছে।টিনের চালের ঘরে ভোররাতে কুয়াশাসহ শিশির ফোঁটা বৃষ্টির মতো পড়তে থাকে চুঁইয়ে চুঁইয়ে।
ভোর রাতে ঠান্ডা অনুভুত হওয়ায় অনেকেই মোটা কাঁথা বা মোটা কাপড় গায়ে জড়িয়ে নিচ্ছে।শুত্রæবার ভোরে হালকা কুয়াশা বিরাজমান থাকায় জেলায় শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি।এদিকে ঠান্ডার আগমনী বার্তা আসায় তীব্র শীতের হাত হতে রেহাই পেতে আগাম লেপ তৈরীর জন্য লেপ তোষকের দোকানে ভীড় জমাচ্ছে।