বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪
03 Dec 2024 11:33 pm
বগুড়া প্রতিনিধি:- জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখা অন্তর্ভুক্ত সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কালীন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত করে তিনমাসের মধ্যে নির্বাচন শর্তে এ কমিটি অনুমোদন হয়৷
সাংবাদিক মুজাহিদুল ইসলাম পলাশকে আহবায়ক এবং তিনজন যথাক্রমে সাংবাদিক ফরহাদ হোসেন, সাংবাদিক মিজানুর রহমান মিলন ও সাংবাদিক রহিদুর রহমান মিলনকে যুগ্ম আহবায়ক করে ৮ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়।
সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কালীন আহবায়ক কমিটির চারজন সদস্যরা হলেন- শিবলী সরকার, রাহেনূল ইসলাম স্বাধীন, হেদায়েতুল ইসলাম লিটন ও কামরুজ্জামান কমল।
এ কমিটির কার্যকর সময়কাল ৯০দিন সীমাবদ্ধ। মঙ্গলবার (৮ অক্টোবর) বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকছুদ আলম হাওলাদার এই কমিটি অনুমোদন করেন।সুপারিশ করেছেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দয়া।