শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
01 Aug 2025 03:04 pm
![]() |
বিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিশু গুলোকে যখন অ. আ.ক.খ শেখাই।
তখন আমার স্বপ্নগুলো যেন আকাশ দুর্ঘ যায়। তাদের কচি হাতে কাজগুলো স্পর্শ করে তখন আমার স্বপ্ন আকাশ ছুঁয়ে যাই।
তারা আধো আধো বলে সখন গান গাই, তখন আমার স্বপ্নগুলো যেন আকাশ ছুঁয়ে যাই।
আমার ভালোবাসায় আমার আদরে যখন এক একটি শিশু কড়ি থেকে প্রস্ফুটিত হয়।
তখন আমার স্বপ্নগুলো আকাশ ছুঁয়ে যাই। আর এভাবেই তাদের এক একটি স্বপ্ন নিয়ে আমার স্বপ্নের আকাশ ভরে যাই।
লিখেছেন,কাওছার পারভিন