মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
01 Aug 2025 03:59 pm
![]() |
গাহিব কি বিজয়ের গান?।
৫ ই আগস্ট এর সেই দিনগুলোর কথা মনে পরিলে
কেঁদে ওঠে আজও মন ও প্রাণ।
কত উৎকণ্ঠার ছিল শেষের দিনগুলি
ছাত্র জনতার আন্দোলন কি হবে ম্লান?।
গোটা বাংলাদেশ যেন ছটফট করছিল
টিভির পর্দায় ছিল সবার মনোযোগের স্থান।
শহীদের রক্ত বৃথা যায়নি
পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা।
স্বৈরাচারী মা পালিয়ে গেছে
রেখে গেছে কিছু পাপিষ্ট আমলা
এবং কিছু অবৈধ নেতা।
এখনো ষড়যন্ত্র করছে ওইসব পাপিষ্ট মানুষ
দিকনির্দেশনা দিচ্ছে তাদের মা,
এবং অন্য রাজনীতির দলের কিছু দোসররা।
সমুলে ওদের উৎখাত করতে হবে
চাপ দিতে হবে সরকারকে,
এবং রাজপথে দিতে হবে পাহারা।
লেখক: আবুল কালাম আজাদ