শনিবার, ০৩ আগস্ট, ২০২৪
03 Dec 2024 11:15 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:-রংপুরের পীরগঞ্জে খালাশপীর ফিলিং স্টেশনে ওজনে তেল কম দেয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।শুক্রবার বিকাল ৩ টায় ওই ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ত্বকী ফয়সাল তালুকদার। জানা গেছে,পীরগঞ্জ উপজেলার নবাবগঞ্জ-রংপুর রোডে খালাশপীরের সন্নিকটে অবস্থিত খালশপীর ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের ওজনে তেল কম দেয়াসহ নানা ধরণের প্রতারণার অভিযোগ ছিল।
পীরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের জমিচাষের ট্রাক্টর মালিক জাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এই পাম্প থেকেই তেল ক্রয় করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ২২ লিটার ডিজেল ক্রয় করার পর সন্দেহ হলে অন্যত্র গিয়ে মাপযোগ করে দেখেন ২ লিটার তেল কম দিয়েছে।এরপর তিনি কয়েকজন লোক নিয়ে ওই ফিলিং স্টেশনে গিয়ে তেল কমের কথা জানায়। এ সময় পাম্প কর্তৃপক্ষের তাঁর সাথে বচসা হয়।
এ ঘটনা জানাজানি হলে ভূক্তভোগীসহ আরো লোকজন সেখানে জড়ো হয় এবং উত্তেজিত জনতা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এরপর গতকাল বিকাল ৩ টায় তেল কম দেয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তেল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাশপীর ফিলিং স্টেশনের ম্যানেজার ওয়াদুদ মিয়া জানান, দেশের সব পাম্পে এভাবেই তেল বিক্রি হয়। তেল কম দেয়ার বিষয়টি জানেন না তিনি। আর কত মিঃ মিঃ তে ১ লিটার তাও জানা নেই তার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ত্বকী ফয়সাল তালুকদার জানান,তেল কম দেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আমাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও তিনি জানান।
মোঃ আকতারুজ্জামান রানা