রবিবার, ১৪ জুলাই, ২০২৪
07 Apr 2025 06:54 am
![]() |
৭১ভিশন ডেস্ক:-বগুড়া সদর থানাধীন পল্লীমঙ্গল এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর এন.আর.বি.সি ব্যাংক এর উপশাখার ভল্ট ভেঙ্গে ৯,৭৮,৬১৪/- টাকা চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও লুন্ঠিত টাকাসহ আলামত উদ্ধার।
বাদী বগুড়া সদর থানায় হাজির হইয়া এজাহার দায়ের করেন যে,অজ্ঞাতনামা চোর/চোরেরা গত ইং ২৫/০১/২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার পর হইতে ইং ২৭/০১/২০২৪ তারিখ সকাল অনুমান ০৫.৩০ ঘটিকার পূর্বে যে কোন সময় এন.আর.বি.সি ব্যাংক পিএলসি, পল্লীমঙ্গল উপ-শাখা, বগুড়ার ব্যাংকের ভল্ট ভেঙ্গে ভল্টে রক্ষিত সর্বমোট ৯,৭৮,৬১৪/-(নয় লক্ষ আটাত্তর হাজার ছয়শত চৌদ্দ) টাকা চুরি করিয়াছে। উক্ত এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানার মামলা নং-৮৭, তারিখ-২৭/০১/২০২৪; ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরাফত ইসলাম ও ইনচার্জ, ডিবি, বগুড়া’র নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম বগুড়া সদর থানার মামলা নং ৪৭, তাং ১৩/০৬/২০২৪ খ্রি., ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ মামলায় পূর্বে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলামকে পুনঃগ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের আদেশে ০২ দিনের পুলিশ রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদে অত্র ঘটনার মূল রহস্য উদঘাটন ও তার দেওয়া তথ্য মোতাবেক ইং ১৩/০৭/২০২৪ তারিখ রাত্রী ০১.৩০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন দহিচাড়া (বুলুমিয়ার বসতবাড়ীর পার্শ্ব) নিজ বসতবাড়ি হইতে ঘটনার সাথে সরাসরি জড়িত অপর আসামী মোঃ রিয়াজ উদ্দিনশেখ মিঠু (৪০) কে গ্রেফতার ও আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ জাহিদুল ইসলাম (২৯), পিতা-মৃত ফারাজ মুন্সি, মাতা-মোছাঃ জয়গুন, স্থায়ী সাং-হুকমাপুর, এপি সাং-বড় টেংড়া হারবালা আদর্শ গ্রাম, থানা ও জেলা-বগুড়া।
২। মোঃ রিয়াজ উদ্দিনশেখ মিঠু মিঠূ(৪০), পিতা-মৃত সিরাজ শেখ, সাং কামালের পাড়া, থানা-সাঘাটা, জেলাঃ গাইবান্ধা।
উদ্ধারকৃত আলামতঃ
১। সর্বমোট ১,৫৮,৩৫০/-(এক লক্ষ আটান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা। (যা এনআরবিসি ব্যাংক হতে লুন্ঠিত)
২। ০১ টি সেলাই রেঞ্জ।
৩। ০১টি স্ক্রু ড্রাইভার।
৪। ০১টি লোহার তৈরী টায়ার লিভার (যা ব্যাংকের ভল্ট ভাঙ্গার কাজে ব্যবহৃত)
আসামী মোঃ জাহিদুল ইসলাম কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করে এবং তাহার দেখানো মতে তার নিজ বসত বাড়ি হইতে এনআরবিসি ব্যাংকের লুন্ঠিত ৫৭,২৫০/-(সাতান্ন হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।আসামী জাহিদুল আরো জানায় সে সহ মোঃ রিয়াজ উদ্দিন,শেখ মিঠু ,মিঠূ (৪০) উক্ত ব্যাংকের ভল্ট ভেঙ্গে সর্বমোট ৯,৭৮,৬১৪/-(নয় লক্ষ আটাত্তর হাজার ছয়শত চৌদ্দ) টাকা চুরি করে। পরবর্তীতে আসামী মোঃ রিয়াজ উদ্দিন,শেখ মিঠু ,মিঠূ(৪০) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তাহার দেওয়া তথ্যমতে গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন দহিচাড়া (বুলুমিয়ার বসতবাড়ীর পার্শ্ব) আসামীর নিজ বসত বাড়ি হইতে ১,০১,১০০/-(এক লক্ষ এক হাজার একশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আসামীদ্বয় পল্লীমঙ্গল এনআরবিসি ব্যাংকের ভল্ট ভাঙ্গার সময় সেলাই রেঞ্জ ,স্ক্রু ড্রাইভার ও লোহার তৈরী টায়ার লিভার ব্যবহার করে এবং টাকা চুরি শেষে উক্ত আলামত গুলো বগুড়া জেলার সদর থানাধীন পল্লীমঙ্গল এলাকায় ইট ভাটার পুকুরের ধারে ফেলে চলে যায় বলে স্বীকার করে।পরবর্তীতে আসামীদের দেখানো মতে উল্লেখিত স্থান হইতে উপরোক্ত আলামত উদ্ধারপূর্বক জব্দ করা হয়।আসামীদ্বয় আরো জানায় যে, পল্লী মঙ্গল এনআরবিসি ব্যাংক হইতে চুরি করা টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আত্মগোপনে চলে যায়।
ধৃত আসামী জাহিদুল এর পিসিপিআর যাচাই অন্তে জানা যায়, তার বিরুদ্ধে ০২ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং ধৃত আসামী মোঃ রিয়াজ উদ্দিন,শেখ মিঠু ,মিঠূ(৪০) এর পিসিপিআর যাচাই অন্তে জানা যায়, তার বিরুদ্ধে চুরি,ডাকাতি ও মারামারি সংক্রান্তে ০৬টি মামলা রয়েছে।
প্রকাশ থাকে যে, ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।এছাড়া অজ্ঞাত আসামী গ্রেফতার ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার অভিযান চলমান আছে।
প্রেস রিলিজ