মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
05 Apr 2025 07:14 pm
![]() |
অদ্য ১০/০৬/২০২৪ খ্রি. ভোর ০৪.৩০ ও ০৫.৩০ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে একটি আভিযানিক দল,৪ এপিবিএন,বগুড়া অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ এবাদ আলী মোল্লা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ,০২ (দুই) কেজি শুকনা গাঁজাসহ আসামী ১।মোঃ রেজাউল করিম (৪৩), পিতা-মৃত ওসমান প্রামাণিক,মাতা-মৃত সবুরা খাতুন, সাং-জুংলীপুর মরিচা, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ,২।মোহাম্মদ আলী (৬২),পিতা-মৃত ছদের আলী, মাতা-মৃত জয়নব, সাং-কড্ডার মোড় কৃষ্ণপুর, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।
একই আস্থান থেকে অভিযান চালিয়ে ১৫ (পনেরো) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ শাহজাহান ইসলাম(২৮),পিতা-মোঃ জালাল উদ্দিন, মাতা-মোছাঃ সুফিয়া বেগম,সাং-জোড়াবাড়ী মাঝপাড়া,পোস্ট-মির্জাগঞ্জ, থানা-ডোমার,জেলা-নীলফামারীকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯(ক) ও ১৪(খ) পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।