সোমবার, ০৩ জুন, ২০২৪
21 Nov 2024 10:47 pm
৭১ভিশন ডেস্ক:- মহাকবি আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত আল্লামা ইকবাল ও কাজী নজরুল এর সাহিত্যকর্ম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর হোটেল ফার্স-এ।
কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। সেমিনারে সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ড. আনিসুজ্জামান, মেজর জেনারেল (অব:) এহতেশামুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. জাকারিয়া, ড. খালেকুজ্জামান, কবি আসলাম সানি, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকাসহ অন্যান্য কূটনীতিকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচকবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক সুফিবাদি সাহিত্যে কবি আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন। তাহা অহিংস শান্তিময় বিশ্ব গড়তে বর্তমানে বর্তমানে ব্যাপক অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকা, সাহিত্যকর্মে বিশেষ অবদান রাখায় কবি, ঔপন্যাসিক ও কলামিস্ট কাজী ছাব্বীর এর হাতে আল্লামা ইকবাল অ্যাওয়ার্ড তুলে দেন।
কাজী ছাব্বীর জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ এর প্রধান সমন্বয়ক।