বুধবার, ২২ মে, ২০২৪
08 Apr 2025 08:29 am
![]() |
জুবায়ের আহমেদ,(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে একজনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেওয়ার অপরাধে কামাইছড়া ভোটকেন্দ্র থেকে দুর্জয় কর্মকারকে এক বছরের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম।এ ঘটনায় আরো দুজনকে আটক করা হয়েছে।তাৎক্ষনিক আটককৃত দু'জনের নাম ঠিকানা জানা যায়নি।
তাদের দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১ ‘চ’ ধারার দোষী সাব্যস্ত করে দণ্ড ঘোষণা করেন।এর মধ্যে আরো দুজনকে আটক করে থানায় পাঠানো হয়।
কামাইছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রিংকু দাস বিষয়টি নিশ্চিত করেছেন।