সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
21 Nov 2024 06:26 pm
জুবায়ের আহমেদ, বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে টহলকারী পুলিশ শাহপরান নামে একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল মদ সহ বেলাল হোসেন(২৬) ও দুলাল হোসেন(২৪) নামে দুই যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ১২ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তিতারকোণা ফিলিং স্টেশনের সামনে।
জানা যায়, সিলেট জেলার গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের মুজিবনগর গ্রামের সাঈদ আলীর ছেলে বেলাল হোসেন(২৬) ও একই ইউনিয়নের শান্তিনগর গ্রামের সামসুল ফকিরের ছেলে দুলাল হোসেন(২৪) রবিবার রাতে বস্তায় ভরে নিষিদ্ধ ভারতীয় ৪০ বোতল মদ নিয়ে সিলেট থেকে ময়মনসিংহ গ্রামী শাহপরান পরিবহন ঢাকা মেট্রো-ব ১৫- ৭৫৮৯) নামে বাসে উঠে।এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অবগত হয়ে। তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের দিক-নির্দেশনায় এস আই এখলাছুুর রহমান একদল পুলিশ নিয়ে উপজেলার তিতারকোণা নিরাপদ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসানো হয়।রাত ১২ টার দিকে মৌলভীবাজার হয়ে শাহপরান বাসটি মিরপুর রোড দিয়ে ঢাকা সিলেট মহাসড়কে উঠার সময় টহলকারী পুলিশ চেকপোস্টে গাড়ীটি আটক করে অভিযান চালিয়ে বস্তায় ভরা ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় এবং বেলাল হোসেন ও দুলাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ বাদী হয়ে বেলাল হোসেন ও দুলাল হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হলে ঐ মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।