বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
25 Aug 2025 02:05 am
![]() |
বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ট্রেনিং নিয়ে খামারি হওয়ার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বেকার যুবকরা এ দেশের বোঝা নয়। এদের ট্রেনিং করিয়ে ঋণের ব্যবস্থা করে দিলে বেকারত্বের সংখ্যা কমে আসবে।
তিনি বলেন, সরকার দেশের সব মানুষের উন্নয়নে রূপরেখা প্রণয়ন করেছে। এ দেশের উন্নয়নে সবাই মিলেই অংশগ্রহণ করতে হবে। কোনো কাজকেই ছোট মনে না করে নিজেদের প্রস্তুত করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার দেশের আদিবাসী সম্প্রদায়ের লোকজনের ভাগ্য উন্নয়নে ইতোমধ্যে ছাগল, ভেড়া গরু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সকলেই নিজের বাড়িতে হাঁস, মুরগি, ভেড়া, ছাগল ও গরু লালন-পালন করলে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।