রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
25 Aug 2025 03:01 am
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
শেরপুরে জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে এক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ আগষ্ট রবিবার বিকেলে শেরুয়া সেলিমগর ঈদগাহ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আলম নোটন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আলম (রকি)। তিনি বলেন, ছাত্র ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধূলার বিকল্প নেই। সু-স্বাস্থ্যের অন্যতম পূর্বসর্ত খেলাধূলা।
এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন হাসান, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ সরকার, ১০ নং শাহবন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুরুল ইসলাম, ছাত্রনেতা রাতুল সরকার ও বজলুর তৌহিদ সাব্বির প্রমুখ।