সোমবার, ২৫ মার্চ, ২০২৪
24 Nov 2024 01:44 pm
(সংবাদ বিজ্ঞপ্তি):- ঢাকা- ২৪ মার্চ, রবিবার, ২০২৪ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা। এ দিনে জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে দেশমাতৃকার জন্য আত্মত্যাগকৃত বীর শহীদদের। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সকাল ০৭ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওয়ানা হবেন।
সকাল ১১ টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
উক্ত আলোচনা সভায় জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও সারাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা সহ প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালনের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ জানানো হলো।
বার্তা প্রেরক,মাহমুদ আলম,যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি