শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
22 Nov 2024 01:01 pm
৭১ভিশন ডেস্ক:- যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলকেও পেছনে ফেলল আরেক মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটস প্রতিষ্ঠিত কোম্পানিটি বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তকমা পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদন মতে, ওপেন এআই-তে বিনিয়োগের পর থেকেই মাইক্রোসফটের বাজারদর হু হু করে বাড়তে থাকে।
সবশেষ তথ্যানুযায়ী বৃহস্পতিবার এর শেয়ারদর ০ দশমিক ৭ শতাংশ বাড়ে। এর ফলে পুঁজিবাজারে মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়ায় ২ দশমিক ৮৬৫ ট্রিলিয়ন ডলার।
এরপর মাইক্রোসফটের শেয়ারদর আরও ২ শতাংশ বেড়ে বর্তমানে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে অ্যাপলের শেয়ারদর ০ দশমিক ৯ শতাংশ কমেছে। ফলে এর বাজারমূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৮৭১ ট্রিলিয়ন ডলার।
এর মধ্যদিয়ে ২০২১ সালের পর প্রথমবারের মতো অ্যাপলকে টপকে সবচেয়ে দামি কোম্পানির তকমা পেল মাইক্রোসফট।